জাপানের লাখ টাকার আম ফলিয়ে তাগ লাগালো জলপাইগুড়ির এক গৃহবধূ

গরমকাল পড়লে সবার আগেই মাথায় আসে আমের কথা। ফজলি, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি থেকে শুরু করে নানা সুস্বাদু আমের মধ্যে এ বার ঢুকে পড়েছে মিয়াজ়াকি আম। আমের জায়গা হিসেবে এমনিতেই মালদার সুনাম বেশ পুরোনো।আর সেখানেই এ বার মিষ্টতায় ভরা মিয়াজ়াকি আমের ফলন শুরু হয়েছে। দুর্লভ এই মিয়াজ়াকি আম নিজের বাড়িরতেই ফলিয়ে নজর কাড়লেন জলপাইগুড়ি সরকার পাড়ার গৃহবধূ অঙ্কিতা বনিক। সিঁদুরে লাল রঙের মতো প্রজাতির আম অন্যান্য আমের থেকে অনেকটাই আলাদা।

বিশ্বের অন্যতম দামি এই আম সোনার থেকেও বেশি দামি। লক্ষাধিক টাকার জাপানের সেই মিয়াজ়াকি আম এ বার ফলছে জলপাইগুড়িতে। দুর্লভ এই আম নিজের বাড়ির বাগানে ফলাতে পেরে অত্যন্ত খুশি অঙ্কিতা। এর পেছনে রয়েছে এক গল্প, অঙ্কিতা দেবীর বাড়ির চারপাশে যে বিভিন্ন ধরনের আম গাছ তা তিনি পেয়েছেন উপহার মালদা থেকে l সেই আম গাছের মধ্যেই এবার লাখ টাকার আম ধরছে।সেই আম এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল জলপাইগুড়িতে।

বর্তমানে সাধারণ মানুষকে এই দামি আম কিনে খেতে হিমশিম খেতে হয় বা দোকানে পাওয়া যায় না, তাই উপহারের পাওয়া ছোট্ট একটি গাছ  এবার লাখ টাকার আম দিল এই পরিবারকে।যা দেখে খুশিতে ডগমগ অঙ্কিতা দেবী ও তাঁর পরিবারের সদস্যরা।বাজারে মিয়াজ়াকি আম আড়াই লক্ষ টাকা কেজি। কিন্তু বর্তমানে অতো দাম নেই। বাজারে হাজার পাঁচেক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।তবে দাম নিয়ে তিনি ভাবিত নন।অঙ্কিতা দেবী যে নিজের শখের বাগানে মিয়াজ়াকি আম ফলাতে পেরেছেন তাতেই তিনি ভীষণ খুশি।