শিলিগুড়িতে তৈরি হতে চলেছে এক বিশাল মহাকাল মন্দির

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে এক বিশাল মহাকাল মন্দির, যেখানে স্থাপন করা হবে সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি। বৃহস্পতিবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও জানান, দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের সুবিধার জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হবে।

পাহাড় সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী সকালেই রিচমন্ড হিল থেকে হেঁটে জনসংযোগে বের হন। পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা জানতে চান।

পর্যটকদের কাছ থেকে তিনি খোঁজ নেন, পাহাড়ে বেড়াতে এসে কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এবং তারা কোন কোন জায়গায় গিয়েছেন ও সেখানকার অবস্থা কেমন রয়েছে।