বিরোধী বিধায়কদের হে*নস্থার অভিযোগে শিলিগুড়িতে অনশন কর্মসূচি

রাজ্যে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনশন কর্মসূচিতে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। অভিযোগ, রাজ্যে বিরোধী দলের বিধায়কদের প্রতি প্রশাসনিক ও রাজনৈতিক হেনস্থার সহ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ ব্যয়ে বাধা দেওয়ার প্রতিবাদে অনশন অবস্থান কর্মসূচিতে বসেছে শিলিগুড়ির বিধায়ক ও রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি শহরের হাতিমোড়ে এই অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।

বিধায়কের অভিযোগ, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ ও খরচের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ও প্রশাসনের মাধ্যমে বিরোধী বিধায়কদের উন্নয়নমূলক কাজ আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন। আরো অভিযোগ, এমনকি ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরেও বহু ক্ষেত্রে কাজ শুরু করতে দেওয়া হচ্ছে না বলেও তিনি দাবি করেন।

তিনি জানান, বিভিন্ন সরকারি আধিকারিকদের দ্বারা বিরোধী বিধায়কদের ধারাবাহিকভাবে উপেক্ষা করা হচ্ছে, যা সরকারি কোড অফ কন্ডাক্টের পরিপন্থী বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন! পাশাপাশি রাজ্য সরকারের “পাড়ায় পাড়ায় সমাধান”প্রকল্পে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ৩৩টি ওয়ার্ডে বুথ পিছু ১০ লক্ষ টাকার কাজের পূর্ণাঙ্গ খতিয়ান প্রকাশের দাবিও তোলা হয়।

এছাড়াও শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে এই অনশন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপি শিবিরের দাবি, একাধিক দাবিকে সামনে রেখেই দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই অনশন অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।