শ্রী শ্রী মা সারদার ১৭৩তম জন্মতিথিকে ঘিরে বেলুড় মঠে ভক্তদের ব্যাপক সমাগম। ভোর রাত থেকেই দীর্ঘ লাইন পড়তে শুরু করে মঠ প্রাঙ্গণে।
নির্ধারিত সূচি অনুযায়ী ভোর ৪টা ৪৫ মিনিটে মঙ্গলারতি দিয়ে দিনের আনুষ্ঠানিক পুজো-অর্চনা শুরু হয়। তার পরই ৪টা ৫০ মিনিটে বেদপাঠ অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা গভীর ভক্তিভাবে যোগ দেন।
এদিন সকাল ৭টায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। মঠজুড়ে তখন শান্ত, ধ্যানমগ্ন ও আধ্যাত্মিক আবহ। দুপুর ১২টায় হোমযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে বহু ভক্ত অংশ নেবেন বলে জানা গিয়েছে।
জন্মতিথিকে কেন্দ্র করে মঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
