জলপাইগুড়ি জেলার শিকারপুর চা বাগানে অবশেষে খাঁচায় ধরা পড়ল শিকারী চিতাবাঘ। গত দশ দিনে এলাকায় পাঁচটি গবাদিপশু শিকার করে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছিল চিতাবাঘটি। এর জেরে শিকারপুর চা বাগানের শ্রমিক মহল্লায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে বৈকুন্ঠপুর বন বিভাগের উদ্যোগে চা বাগান এলাকায় খাঁচা পাতা হয়। মঙ্গলবার সন্ধ্যা রাতে ছাগল টোপ হিসেবে ব্যবহার করা হলে সেই খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘিনী।
খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন। বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, উদ্ধার হওয়া চিতাবাঘিনীটি সুস্থ রয়েছে এবং রাতেই তাকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
চিতাবাঘ ধরা পড়ায় শিকারপুর চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
