ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানে খাচার মধ্যে রাখা ছাগল খেতে এসে খাঁচা বন্দী হলো একটি চিতাবাঘ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে চিতাবাঘের উৎপাত থেকে রক্ষা পেতে চা বাগানে গত একমাস আগে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রেখেছিল খুনিয়া রেঞ্জের বন কর্মিরা।
এরপর এদিন সকালে বাগানের ৩নং সেকশনে শ্রমিকেরা কাজ করতে এসে খাচায় বন্দী হওয়া চিতা বাঘ টিকে দেখতে পায়। এরপরই খবর পেয়ে বেলা খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তিন চিতা দেখতে ভিড় জমায় স্থানীয়রা।