চাবাগানে খাঁচায় বন্দি চিতাবাঘ

চা বাগানে খাঁচায় বন্দি চিতাবাঘ, নাগরাকাটার জলঢাকা আল্টাডাঙ্গা চাবাগানে খাঁচা পাতার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ধরা পড়ল এক চিতাবাঘ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাবাগানের পাশের খুদিরডাঙ্গা গ্রামে গত এক সপ্তাহ ধরে চিতাবাঘ আতঙ্ক ছড়িয়েছিল। ওই গ্রাম থেকে ইতিমধ্যেই কয়েকটি ছাগল তুলে নিয়ে খেয়ে ফেলেছিল চিতাবাঘটি। তাতেই আতঙ্কিত হয়ে পড়ে চা শ্রমিকেরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিমুলবাড়ি সেকশনে ছাগলকে টোপ হিসেবে রেখে খাঁচা পেতে দেওয়া হয়। রাত ন’টা নাগাদ ছাগল শিকার করতে এসে খাঁচায় বন্দি হয়ে পড়ে চিতাবাঘটি। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় ওই চিতাবাঘকে।