সংগ্রামী যৌথ মঞ্চের তরফে চিঠি এলো রাজ্য সরকারের কাছে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মাত্র ৪% ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার।

সরকারের ঘোষণা অনুযায়ী, এপ্রিল মাস থেকেই রাজ্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু এখানেও উঠছে অভিযোগ। অভিযোগ, এপ্রিল মাসের পেনশনের সঙ্গে বর্ধিত ডিএ পাননি রাজ্য সরকারের পেনশন প্রাপকেরা।

এবার সেই ইস্যুতে মুখ‍্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। চিঠিতে সুপ্রিম কোর্টের অতীতের রাযয়ের উল্লেখ করেছে যৌথ মঞ্চ। বলা হয়েছে যে বা যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের সকলকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।