রাতের আঁধারে অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা

বৃহস্পতিবার গভীর রাতে চাপরামারি জঙ্গল চেরা রেলপথে হাতির শাবক ও তার মায়ের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়াল। রেল সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দু’টো নাগাদ ডাউন কবিগুরু এক্সপ্রেস নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝামাঝি ৬৯/০ নম্বর পিলারের কাছে পৌঁছতেই চালক প্রকাশ কুমার ও কামরু মন্ডলের নজরে আসে রেললাইনের উপর ঘোরাফেরা করছে একটি হস্তীশাবক।

মুহূর্তের মধ্যেই সেখানে হাজির হয় মা হাতিটিও। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালকরা। প্রায় ১,২০০ মিটার লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মা ও শাবক এগিয়ে যায়। প্রায় ২৩ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাতিরা জঙ্গলে প্রবেশ করলে তবেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

স্থানীয়রা জানান, চাপরামারি ও তার আশপাশের এলাকায় প্রায়ই হাতির চলাচল দেখা যায়। তবে দ্রুত সচেতনতার জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা।