রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরপাল্লার ট্রেনে যাত্রী নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। খড়গপুর ডিভিশন সূত্রে জানা গিয়েছে, খুব শিগগিরই সমস্ত দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
যাত্রীদের নিরাপত্তা বাড়াতেই এই নজরদারির পরিকল্পনা বলে জানিয়েছে আরপিএফ। আরপিএফ জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই খড়গপুর ডিভিশনের অধীনে থাকা সব দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি বসানোর কাজ শেষ হবে। ইতিমধ্যেই সাঁতরাগাছি রেল কোচ ডিপোতে বিভিন্ন ট্রেনের কামরায় ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
পাশাপাশি নতুন তৈরি হওয়া এলএইচবি এবং আইসিএফ কোচগুলিতেও সিসিটিভি লাগানো হচ্ছে। প্রতিটি ট্রেনের প্রতিটি কামরায় চারটি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এতে ট্রেনের ভিতরের যেকোনও অপ্রীতিকর ঘটনা দ্রুত ধরা পড়বে, দুষ্কৃতীদেরও চিহ্নিত করা সহজ হবে।
