রুখে দেওয়া হলো বড় এক নাশকতাকে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনার পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরইমধ্যে সন্ত্রাসী নাশকতার আরেকটি বড় মাত্রার চেষ্টা দ্রুত সতর্কতা ও পদক্ষেপের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

উত্তর কাশ্মীরের সোপোর এলাকায় শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়কের ধারে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। যখন সোপোরের হাইগাম এলাকায় জাতীয় সড়কের পাশে একটি সন্দেহজনক বস্তু স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পুলিশের কাছে খবর দেয়া হয়।

খবর পেয়েই সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তাজনিত কারণে উভয় দিক থেকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। বিকল্প রুট দিয়ে যানবাহন চালানো হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় কঠোর নজরদারি জারি রাখা হয়।