পাঁচ দফা দাবিতে রায়গঞ্জ জেলাশাসকের দপ্তরে গণস্মারকলিপি, নেতৃত্বে কেপিপি সুপ্রিমো অমিত রায়

পাঁচ দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা শাসকের দপ্তরে গণস্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হল। কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)-র ডাকে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের সুপ্রিমো অমিত রায়। সোমবার কর্মসূচিতে কয়েক হাজার কর্মী – সমর্থক অংশ নেন, ফলে গোটা রায়গঞ্জ শহর জুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

কেপিপির পক্ষ থেকে রাজ্য সরকারকে মোট তিনটি দাবি জানানো হয়। দাবিগুলির মধ্যে রয়েছে নারায়ণী ব্যাটেলিয়ান গঠন, পর্যাপ্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল স্থাপন ও কামতাপুরের ইতিহাস পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি কেন্দ্র তথা ভারত সরকারের কাছে দুটি দাবি তোলা হয় আলাদা কামতাপুরী রাজ্য গঠন সহ কামতাপুরী ভাষাকে স্বীকৃতি প্রদান।

স্মারকলিপি শেষে কেপিপি সুপ্রিমো অমিত রায় রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকেই কড়া ভাষায় আক্রমণ করে। তিনি বলেন, “বীর চিলা রায়ের রক্ত ঝরেছে এই মাটির জন্য। এরপর দাবি যদি না মানা হয়, তাহলে আগামী দিনে ভোটের মাধ্যমেই তার জবাব দেওয়া হবে।” তিনি আরও অভিযোগ করেন, এই অঞ্চলের ভূমিপুত্রদের শুধু আশ্বাস দিলে চলবে না।

অমিত রায় আরও জানান, এদিন শুধু একটি জেলাতেই এই গণ স্মারকলিপি হয়েছে, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। কেপিপির এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।