রাখি উৎসবে মিলনের বার্তা

“বিভেদের মাঝে দেখো মিলনমোহন” — কবিগুরুর এই অমর বাণীকে সামনে রেখে শহরে পালিত হলো মিলন উৎসব। বহু ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের শহর শিলিগুড়ি, যেখানে সম্প্রতি একটি বিচ্ছিন্ন ঘটনা সাময়িক বিভেদের আবহ তৈরি করেছিল। তবে সেই আবহ কাটিয়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিল শিলিগুড়ি নুগা বেস্ট।

শনিবার হায়দারপাড়ায় অনুষ্ঠিত হয় ‘ঐক্যে রাখি উৎসব’। এদিন দিদি-বোনেরা ভাই ও দাদাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মহিলারা একে অপরের হাতে রাখি বেঁধে ভালোবাসা, সহমর্মিতা ও মিলনের বার্তা পৌঁছে দেন।

আয়োজকদের বক্তব্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ও সামাজিক ঐক্যের বন্ধন আরও দৃঢ় করা। তাদের কথায়, “একটি ছোট্ট রাখিই প্রমাণ করে দেয়, ভাষা বা সংস্কৃতি ভিন্ন হলেও আমরা সবাই একই পরিবারের সদস্য।”

উৎসবের আবহে হায়দারপাড়া যেন রূপ নিয়েছিল এক মিলনমেলার প্রাঙ্গণে, যেখানে বিভেদের দেয়াল ভেঙে জায়গা করে নিয়েছে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসা।