পুলিশের অত্যাচারে পা ভেঙ্গে বাড়ি ফিরে এলেন নির্যাতিত ওই শ্রমিক। জেলার গোয়ালপোখরের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ জুনেইদ আলম। বহুবছর ধরে হরিয়ানার পাণিপথে এক ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতো সে। কিছুদিন আগে ফ্যাক্টরি থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। স্বচিত্র পরিচয়পত্র, আধারকার্ড দেখালেও তা পুলিশ মানতে চায়নি।
উল্টে তাকে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশ। পুলিশের অকথ্য নির্যাতনে তার পা ভেঙ্গে যায় বলে অভিযোগ। এরপরে পরিচিতদের সহায়তায় ও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বাড়ি ফিরে আসে জুনেইদ। খবর পেয়ে বুধবার জুনেদের সাথে দেখা করতে তার বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানী। তার পরিস্থিতির খবর নেওয়ার পাশাপাশি মন্ত্রী কাজের সুযোগেরও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে জুনেইদ।
অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছে মন্ত্রী গোলাম রব্বানী। এই জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে কাজে যায়। সেখানে গিয়ে ভারতবাসী হয়ে এই ধরনের হেনস্থার সম্মুখীন হওয়া লজ্জাজনক বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই হেনস্থার প্রতিবাদে তারা সুপ্রিম কোর্টে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন রব্বানী সাহেব। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্যে রাজ্য সরকারের তরফে সহায়ক প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
