ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দিনের সফরে দোহায় রয়েছেন। এমতাবস্থায়, সোমবার, গোয়েল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন। যেখানে, পীযূষ গোয়েল বলেন, ভারত ও কাতারের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি আগামী বছরের মাঝামাঝি অথবা ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে চূড়ান্ত হতে পারে। এই চুক্তি উভয় দেশকেই ব্যাপকভাবে উপকৃত করবে।
পীযূষ গোয়েল জানান, “দুই দেশের মধ্যে আলোচনা খুবই ইতিবাচক এবং গঠনমূলক দিকে এগিয়ে চলেছে। আমরা আশা করছি আগামী বছরের মাঝামাঝি অথবা তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে ভারত ও কাতারের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছনো সম্ভব হবে।” উল্লেখ্য, ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারত এখন কাতারের সঙ্গে বাণিজ্য জোরদার করতে চাইছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে ভারত বিশ্বব্যাপী ভারতীয় বাণিজ্যকে আরও জোরদার করার জন্য পেরু থেকে শুরু করে চিলি এবং আরও কয়েকটি দেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। আগামী দিনে এই আলোচনা ইতিবাচক মোড় নেবে বলেও আশাবাদী তিনি। পীযূষ গোয়েলের মতে, ভারত ও কাতারের মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ ১৪ বিলিয়ন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৩০ বিলিয়ন ডলারে বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে।
