খোইতে শুরু করেছে বেশ কিছু জায়গা, আয়ু কমে এসেছে ৯০ বছরের পুরনো চাঁদমারি সেতুর। হাওড়া স্টেশনের লাগোয়া এই সেতুটিতে এতদিন মানুষ পারাপার করেছে। আর তাই তার বিকল্প হিসেবে শুরু হয়ে গেছে নতুন সেতুর কাজ। বলা হচ্ছে ১৫ মিটার চওড়া, চার লেনের এই সেতু ট্রেন চলাচল আরও মসৃণ করে তুলবে।
পাশাপাশি এই সেতু তৈরি হলে রেল লাইন সম্প্রসারণেও অনেক সুবিধা হবে। কারণ নতুন সেতুটি সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করা হচ্ছে। এই নয়া সেতু কংক্রিটের একটি স্তম্ভ থেকে একাধিক কেবলের মাধ্যমে ঝুলে থাকবে। যে কারণে এই সেতুর নীচ দিয়ে অনায়াসেই ট্রেন চলাচল করতে পারবে।
বর্তমানে যে সেতুটি রয়েছে তা মূলত ‘বো স্ট্রিং’।
শোনা যায়, ১৯ শতকে রামযতন বসু এই উড়ালপুলটি তৈরি করেছিলেন। এরপর উড়ালপুল থেকে কংক্রিটের সেতু তৈরি হয় ১৯৩৩ সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাঠের পুল সরিয়ে তা কংক্রিটের সেতু তৈরি করেন। পরবর্তী সময়ে স্থানীয়রা সেই সেতুর নাম রাখেন চাঁদমারি সেতু বা বাঙ্গালবাবু সেতু।
