উত্তরবঙ্গবাসীর যাতায়াত আরও স্বচ্ছন্দ ও আধুনিক করতে ফের বড় উদ্যোগ নিল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাধ্যমে চালু হতে চলেছে নতুন স্লিপার ভলভো বাস পরিষেবা।
প্রায় ১১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কেনা ছয়টি অত্যাধুনিক স্লিপার ভলভো বাসের শিলিগুড়ি থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় উত্তরবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে।
নতুন এই স্লিপার ভলভো বাসগুলি চালু হলে দূরপাল্লার যাত্রায় যাত্রীদের আরাম ও নিরাপত্তা অনেকটাই বাড়বে।
জানা গিয়েছে, প্রতিটি বাসের মূল্য প্রায় ১ কোটি ৮৯ লক্ষ টাকা। মোট ছয়টি বাসের জন্য খরচ হয়েছে ১১ কোটি ৩৬ লাখ টাকা।
উদ্বোধনের সময় এই বাসগুলি কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনালে রাখা থাকবে।
সেখানে জেলার জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। শিলিগুড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে বাসগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে উত্তরবঙ্গের সাধারণ মানুষ উপকৃত হবেন।
আধুনিক, আরামদায়ক ও নিরাপদ পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে এই ধরনের প্রকল্প গ্রহণ করছে বলে জানান সংস্থার চেয়ারম্যান।
