নেওয়া হলো নতুন উদ্যোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম। এবার সেই লাইনে হতে চলেছে মেট্রোরেল ব্যবস্থা। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনার অন্তর্গত শিয়ালদহ থেকে এক্সপ্লানের পর্যন্ত ভূগর্ভের টানের বোরিং মেশিন নিয়ে কাজ করতে গিয়ে বড়োসড় বিপর্যয় হয়েছিল বউবাজার।

এই বিপর্যয়কে মাথায় রেখে এবার খিদিরপুর থেকে পার্ক স্ট্রীট পর্যন্ত মাটির নিচে দেশে বৃহত্তম টানেল বোরিং মেশিন কাজ শুরু করার আগেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আরভিএনএল। জোকা-এক্সপ্লানেট মেট্রো করিডোরের অন্তর্গত একদিকে যেমন খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশনে প্রথম দফার কাজ শুরু হবে। পাশাপাশি ভিক্টোরিয়া স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত কাজ হবে।

এই পুরো কাজটাই হচ্ছে ভূগর্ভে টানের বোরিং মেশিন দিয়ে। এমনকি, জমি জটিলতা কাটিয়ে খিদিরপুরে বোরিং মেশিন ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ মিটার নিচে সুরঙ্গ খননের কাজ শুরু করেছে। ৯ মিটার দীর্ঘ দুটি টানেল বোরিং মেশিন মোট ১৭২৩ মিটার পথ খনন করছে। এই মেশিনটির একটি নাম ‘দুর্গা’ অপরটি ‘দিব্যা’।