মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার উৎসবের মেজাজের মধ্যেই এখন দল গোছানোর হিড়িক। তৃণমূল থেকে বিজেপি, সব রাজনৈতিক শিবিরেই এখন একটাই বার্তা, “ঘর গোছাও, ভোট আসছে।”
ঠিক এই সময়েই পাহাড়ে থেকেও নিজের কেন্দ্র ভবানীপুরের কর্মীদের উদ্দেশ্যে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে বড়বাড়ি তৈরি করা হচ্ছে। আমি এটা সাপোর্ট করি না। আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি কিন্তু যাঁরা বাংলায় থাকেন তাঁদের আউটসাইডার বলছি না, কিন্তু ভবানীপুর এখন বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, এটা পুরো প্ল্যানিং করে করা হচ্ছে।” মমতার এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে ভবানীপুরে ঠিক কে বা কারা গরিব ভোটারদের সরিয়ে দিচ্ছে? মুখ্যমন্ত্রীর অভিযোগে উঠে এসেছে উন্নয়নের নামে উচ্ছেদ-প্রবণতার ইঙ্গিত।
