রাত দেড়টা নাগাদ এক বুনো হাতি খাবারের সন্ধানে এসে একটি পরিবারের কাঁচা ঘর পুরোপুরি ভেঙে দেয়। ওই সময় ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলেন মনিরাম ওরাও ও তাঁর পরিবার। হাতির উপস্থিতি টের পেয়েই কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ঘর ছেড়ে পালান তাঁরা।
ভোর হতেই ভেঙে পড়া ঘরের চিত্র সামনে আসে। পুরো ঘর মাটির সঙ্গে মিশে গেছে। বর্ষার এই সময়ে মাথার ছাদ হারিয়ে কার্যত অসহায় মনিরাম ওরাওয়ের পরিবার। মনিরাম ওরাও জানান, “রাত দেড়টা নাগাদ ঘুম ভাঙে একটা আওয়াজে। জানলা দিয়ে দেখি একটা বড় হাতি ঘরের এক কোণ ভেঙে দিচ্ছে।
সঙ্গে সঙ্গেই সবাইকে ডেকে কোনওরকমে পালিয়ে যাই।” বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফর্মে আবেদন জানালে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। আপাতত হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলেও বন দপ্তর সূত্রে খবর।
