জানানো হলো পুনির্বাচনের আর্জি

বিগত বেশ কিছুটা সময় ধরেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলছে দুর্নীতি, এরই মাঝে যেন সুখবর। রাজ্যের শিক্ষকদের জন্য কিছুটা আশার আলো। চাকরি বাঁচাতে ফের রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে বলে নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট।

বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও। সর্বোচ্চ আদালতের টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে সরকারিভাবে রিভিউ পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত ২৮শে নভেম্ব এই গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছে রাজ্য।

উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্টে পৃথকভাবে রিভিউ পিটিশন দাখিল করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর মতো প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলিও।