ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের রামসাই কাউয়া গাব দিঘী এলাকায়। স্থানীয় বাসিন্দা কেশব রায় এদিন সকালে উঠে তার কৃষি জমিতে গেলে তিনি লক্ষ্য করেন বেরা জালে আটকে রয়েছে এক অদ্ভুত প্রজাতির প্রাণী যার নাম পেঙ্গলিন।
খবর ছড়িয়ে পড়তেই সেই প্রাণী দেখতে ভিড় জমে যায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামসাই রেঞ্জের বন কর্মীরা তারা এসে পেঙ্গলিনটিকে উদ্ধার করে নিয়ে যায়।
