বাবুঘাটে পুণ্যস্নানে জনসমুদ্র, ভোর থেকেই ভক্তদের ঢল

মকর সংক্রান্তি উপলক্ষে ভোর থেকেই কলকাতার বাবুঘাটে দেখা গেল পুণ্যার্থীদের ঢল। গঙ্গায় পুণ্যস্নান করে দেবতার আশীর্বাদ লাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা ভোররাত থেকেই বাবুঘাট চত্বরে জমায়েত হন।

 ব্রহ্ম মুহূর্তের শুরু হতেই ‘হর হর গঙ্গে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা গঙ্গাতীর।

ভোরের প্রথম প্রহরে ঠান্ডা উপেক্ষা করেই হাজার হাজার মানুষ গঙ্গায় নেমে পুণ্যস্নান করেন। বিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তির দিনে গঙ্গাস্নান করলে পাপক্ষয় হয় ও সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর বাবুঘাটে এমন বিপুল ভিড়ের সৃষ্টি হয়। ভিড় সামাল দিতে আগেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ ও গঙ্গা টাস্ক ফোর্স। বাবুঘাট ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

 সিসিটিভির মাধ্যমে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গায় নামার নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয় নৌ-পুলিশ ও উদ্ধারকারী দল সতর্ক অবস্থানে থাকে।

এছাড়াও পুরনিগমের পক্ষ থেকে পানীয় জল, অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য দফতরের তরফে রাখা হয় মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুল্যান্স, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

পুণ্যস্নান শেষে বহু ভক্ত গঙ্গাপুজো ও দানধ্যান সারেন। কেউ কেউ তিল, চাল ও বস্ত্র দান করেন গরিব মানুষদের মধ্যে। গোটা বাবুঘাট এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি দেখা যায় গভীর ধর্মীয় আবেশ।