নতুন বছরের প্রথম দিনেই পাহাড়ঘেঁষা এলাকায় ফিরল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার খুলে গেল শিলিগুড়ি – কার্শিয়াং সংযোগকারী গুরুত্বপূর্ণ পাহাড়ি সড়ক রোহিনী রোড। আপাতত ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এই রাস্তায়। এর ফলে শুধু পর্যটন নয়, পাহাড়ের সঙ্গে যুক্ত শতাধিক পরিবার ও ব্যবসার জীবনযাত্রাও ফের গতি পেল।
উল্লেখ্য, ৪ অক্টোবর রাতে টানা ভারী বৃষ্টির জেরে ভূমিধসে প্রায় ৫০ মিটার রাস্তা ধসে পড়ে বন্ধ হয়ে যায় রোহিনী রোড। তার জেরে শিলিগুড়ি থেকে কার্শিয়াং ও দার্জিলিং যাতায়াতে চালক ও যাত্রীদের ভরসা করতে হচ্ছিল হিলকার্ট রোড বা ১১০ নম্বর জাতীয় সড়কের উপর। দীর্ঘ এই বিকল্প পথে সময় ও খরচ দু’টিই বেড়ে গিয়েছিল।
নতুন বছরের শুরুতেই রাস্তা খুলে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি রোহিণী এলাকার হোটেল ও দোকানদাররা। টানা তিন মাস পর্যটক না থাকায় বহু হোটেল বন্ধ ছিল, কর্মীরা ফিরে গিয়েছিলেন বাড়িতে। রাস্তা খুলছে এমন খবর পেয়েই বুধবার থেকে কর্মীরা ফের কাজে যোগ দেন। সকাল থেকেই খুলেছে হোটেল, দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান।
