গতকাল রাত নটায় ঘটনাটি ঘটে শিলিগুড়ির শিব মন্দিরে বাসস্ট্যান্ডে অবস্থিত ইউনিয়ন ব্যাংক এ। ব্যাংকে কি জোরপূর্বক প্রবেশের চেষ্টা নাকি অন্য কোন কারণ সেই বিষয় নিয়েই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। জানা যায় ব্যাংকের কাজ শেষ করে বিকেলের মধ্যেই ব্যাংক ছেড়ে চলে গিয়েছিল ব্যাংক কর্মীরা। বৃহস্পতিবার রাত নটা নাগাদ হঠাৎ শিলিগুড়ির শিবমন্দিরে ইউনিয়ন ব্যাংকের শিবমন্দির ব্রাঞ্চে সাইরেন বেজে ওঠে।
ব্যাংক বন্ধ থাকা অবস্থায় সাইরেন বেজে উঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট ধরে বাজতে থাকে সেই সাইরেন। এতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয়রা।এদিকে ময়নাগুড়ির পর শিলিগুড়িতে এটিএম লুঠের ঘটনার পর ব্যাংকের ভেতরে হঠাৎ সাইরেন বাজায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। স্থানীয়রা মাটিগাড়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ বাহিনী।
তবে ব্যাংক কর্মীরা না আসা পর্যন্ত বাজতে থাকে সেই সাইরেন। অবশেষে ঘটনাস্থলে পৌঁছয় ব্যাংকের কর্মীরা। তারা ব্যাংকে প্রবেশ করে সাইরেন বন্ধ করে পুরো বিষয়টির তদন্ত শুরু করে। ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বেজে উঠেছিল সাইরেন। তবে বিস্তারিত তদন্ত শুরু করা হবে । অপরদিকে মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাংকে কোন ধরনের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
