পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া নতুন উন্নয়নমূলক প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সমস্যাগুলি সরাসরি এলাকায় গিয়ে শোনা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা। আজকের অনুষ্ঠানে সরকারি আধিকারিক, পুরনিগমের কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী তাঁদের নানা সমস্যার কথা যেমন— রাস্তার সংস্কার, আলো-জল ব্যবস্থা, নিকাশি সমস্যা ইত্যাদি তুলে ধরেন। কর্তৃপক্ষও আশ্বাস দেন, দ্রুততম সময়ের মধ্যে এগুলির সমাধান করা হবে।
