মহিলাদের আর্থিক স্বাবলম্বন ও স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে উদ্বোধন হল ‘সৃষ্টিশ্রী স্টল’।
সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্টলের উদ্বোধন করেন দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং।
প্রশাসনের এই বিশেষ উদ্যোগে স্থানীয় সাহেবগঞ্জ এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই সম্পূর্ণভাবে স্টলটি পরিচালনা করবেন। তাঁদের নিজস্ব শ্রম ও সৃজনশীলতায় তৈরি হস্তশিল্প, গৃহস্থালির ব্যবহার্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য সাধারণ মানুষের জন্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে এই স্টলে।
ফলে একদিকে যেমন উৎপাদনকারী মহিলাদের সঙ্গে সরাসরি ক্রেতাদের যোগাযোগ স্থাপিত হচ্ছে, তেমনই অন্যদিকে তাঁদের আয়ের পথ আরও মসৃণ হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং বলেন, “সৃষ্টিশ্রী স্টল স্থানীয় মহিলা উদ্যোক্তাদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ। স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের হাতে তৈরি এই পণ্যগুলি যেমন গুণগত মানে উন্নত, তেমনই এগুলি ক্রয় করলে তাঁদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত হবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে, যাতে গ্রামীণ এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি স্থায়ীভাবে বাজারের সঙ্গে যুক্ত হতে পারে ও আত্মনির্ভরতার পথে আরও এগিয়ে যেতে পারে।
