আকাশে হঠাৎ তীব্র আলোর ঝলক, ক্ষেপণাস্ত্র নাকি উল্কাপাত?

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরের আকাশে হঠাৎই দেখা গেল এক অস্বাভাবিক ও রহস্যজনক দৃশ্য। আচমকা বিকট শব্দের সঙ্গে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আলোর ঝলক। মুহূর্তের মধ্যেই সেই উজ্জ্বল আলো উত্তর দিক থেকে দক্ষিণের দিকে ছুটে গিয়ে আকাশেই মিলিয়ে যায়। ঘটনাটি জলপাইগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন একাধিক এলাকায় দেখা যাওয়ায় চমকে যান স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে হঠাৎ একটি উজ্জ্বল আলোর রেখা চোখে পড়ে। সেই আলো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মিলিয়ে যায় আকাশে। একই সঙ্গে শোনা যায় প্রবল বিস্ফোরণের মতো শব্দ। অনেকেই প্রথমে মনে করেন, হয়তো কোনও ক্ষেপণাস্ত্র বা বিমান দুর্ঘটনা ঘটেছে। আবার কারও কাছে বিষয়টি বড় কোনও বিস্ফোরণের মতো মনে হয়।

ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়ে পড়ে কৌতুহল। বহু মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই দৃশ্য। কেউ কেউ উল্কাপাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে উল্কাপাত বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে এমন দৃশ্য তাঁরা কখনও দেখেননি। আকাশে ছুটে চলা তীব্র আলো ও সঙ্গে বিকট শব্দ সব মিলিয়ে ঘটনাটি অত্যন্ত রহস্যজনক বলে মনে হচ্ছে তাঁদের কাছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই অজানা ঘটনার জেরে এখন গোটা উত্তরবঙ্গ জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।