শিলিগুড়ি মহাকুমায় মতিয়া নদীতে ডুবে মৃ*ত্যু কিশোরের

শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভীমবার এলাকায় বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনা। মতিয়া নদীতে জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া।

মৃত কিশোরের নাম জিৎ সরকার (১৭)। সে দার্জিলিং জেলার ভীমবার ঘোষপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন ওই কিশোর নদীর ধারে গিয়েছিল। আচমকাই অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জলে ডুবে যায় সে। বিষয়টি নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার কাজে নামেন ও কিশোরকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে।