উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলো কর্মী মহলে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মচারীদের দাবিদাওয়া ঘিরে আবারও উত্তাল হল কর্মী মহল।

যখন কেন্দ্রীয় স্তরে অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু হয়েছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠাল ‘ইউনিটি ফোরাম’। মুখ্যসচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের উদ্দেশ্যে পাঠানো এই নোটিশ ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

ইউনিটি ফোরামের পক্ষে আহ্বায়ক দেবপ্রসাদ হালদার ও পলাশ দত্ত এই নোটিশ পাঠিয়েছেন। কর্মচারীদের দাবি, কেন্দ্রীয় কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা এখন ডিএ-র ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা যেখানে ৫৮% ডিএ পান, সেখানে রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৮%। প্রায় ৪০% বৈষম্যকে সংবিধানের ১৪ নম্বর ধারার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি ফোরামের।