আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোয় ফরাসি ডিজনিল্যান্ডের ছোঁয়া

দুর্গাপুজো ও কালীপুজোর পর রীতি মেনে আমরা মায়ের আরেক রূপ—মা জগদ্ধাত্রীর আরাধনা করি। এ বছর ৩০ অক্টোবর পালিত হবে জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যেই শহরের বিভিন্ন পূজো উদ্যোক্তারা মহা ধুমধামের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠিক সেই মতো বাণী মন্দিরের রেলওয়ের মাঠে আয়োজিত হয় আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো। এ বছর ১৬ তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফরাসি ডিজনিল্যান্ড-থিমে মন্ডপ সজ্জা।

যদিও মূল পুজো শুরু হবে ৩০ অক্টোবর থেকে, তবে ২৬ অক্টোবর থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ডপ। উদ্বোধনের পর ২ নভেম্বর পর্যন্ত চলবে পুজো উদযাপন। পুজো উপলক্ষে বসবে মেলা, সঙ্গে থাকছে সাত দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আলিঙ্গনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামের সঙ্গে পালিত হবে পুজো। সামাজিক উদ্যোগও থাকবে সমানভাবে, আর কয়েকটি বিশেষ চমকও অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য।

খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজো কমিটির সম্পাদক স্বপন গুহ নিয়োগী, অভিজিৎ দাস, তনুজ কুমার দে, দিলীপ দে সহ অন্যান্য সদস্যরা। সাংস্কৃতিক সম্পাদক তনুজ কুমার দে বলেন, “জগদ্ধাত্রী পুজো শুধু ভক্তির নয়, আনন্দ ও সমাজসেবার উৎসবও বটে।”