রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল ভোটার তালিকা তৈরির প্রশিক্ষণ শিবির

রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের এই শিবিরের মধ্য দিয়ে ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও অ্যাপস্ সম্পর্কে সকলকে সচেতন করা হয়।

সোমবার জেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণ শিবির। এই শিবিরের মধ্য দিয়ে নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বুথ লেভেল অফিসার, সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শিবিরে অংশগ্রহণকারীরা বলেন, বিভাগীয় পর্যায়ের এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বেশ কিছু নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কিভাবে ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাই করতে হবে তা‌ বলা হয়েছে।