শিক্ষক দিবসে উপলক্ষে অভিনব দৃষ্টান্ত, শিলিগুড়ি গার্লস প্রাইমারি হাই স্কুলে মিড-ডে মিলে বিরিয়ানি

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রায় বারোশো ছাত্রীর জন্য পরিবেশিত হলো বিরিয়ানি। সাধারণত মিড-ডে মিলে প্রতিদিন নির্দিষ্ট খাবার দেওয়া হলেও এদিনের মেনু ছিল একেবারেই অন্যরকম। সুস্বাদু বিরিয়ানি পেয়ে খুশির জোয়ার ছাত্রছাত্রীদের মধ্যে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ।

শুধুমাত্র শিক্ষকদের সম্মান জানানো নয়, বরং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার কাউন্সিলর মিলি শীল সিনহা।

তিনি বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য এভাবে আলাদা রকম আয়োজন করা হবে।