শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বুধবার এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন

শিলিগুড়ির স্বনামধন্য সমাজসেবী সংস্থা ‘উত্তরের দিশারী’ বুধবার দীনবন্ধু মঞ্চে আয়োজন করেছিল এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার। বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের জন্য “স্পেশাল ভয়েস অফ বেঙ্গল সিজন ৬”। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতের নানা প্রান্ত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীরা তাঁদের সুরের জাদু নিয়ে হাজির হয়েছিলেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন প্রতিযোগী এদিনের গ্র্যান্ড ফিনালেতে তাদের অনবদ্য পরিবেশনা দিয়ে উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। সুরের মূর্ছনায় ভরে ওঠে দীনবন্ধু মঞ্চের প্রতিটি কোণ। উত্তরের দিশারী এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন সমাজসেবক ডঃ পার্থ সাহা ও সমীর দে। এক ব্যতিক্রমী সন্ধ্যার সাক্ষী থাকল5 গোটা শহর শিলিগুড়ি।

বলাবাহুল্য, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, হাওড়া থেকে অহনা চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর থেকে অমিত কুমার দত্ত, উত্তর ২৪ পরগনা থেকে অপূর্ব সিং ও রুনু পাল, দার্জিলিং থেকে আশালতা মণ্ডল, শিখা রায়, কাকলি ভট্টাচার্য ও আইজেল তিরকে, এবং পূর্ব বর্ধমান থেকে কানাই ধীবর ও সুপ্রিয়া বিশ্বাস। প্রতিযোগিতায় বিজয়ীদের স্মারক ও আর্থিক পুরস্কার দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রথম স্থান অর্জন করেন: বর্ধমান জেলার কানাই ধীবর, দ্বিতীয় স্থান অর্জন করেন: দার্জিলিং জেলার কাকলি ভট্টাচার্য এবং তৃতীয় স্থান অর্জন করেন: উত্তর ২৪ পরগনার অপূর্ব সিং।

এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ জলপাইগুড়ির গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট ভাইস প্রিন্সিপাল ডাঃ কল্যাণ খান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাঃ সন্দীপ সেনগুপ্ত, নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড্ রিহ্যাবিলিটেশন সোসাইটির সভাপতি শ্যামল দাস এবং নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড্ রিহ্যাবিলিটেশন সোসাইটির সম্পাদক চন্দন ঘোষ। তাঁদের উপস্থিতি এই মহতী উদ্যোগকে আরও মহিমান্বিত করেছে। বিচারকের আসনে ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সত্যজিৎ মুখোপাধ্যায়, গৌরী মিত্র এবং অদিতি চক্রবর্তী। তাঁদের বিচক্ষণ রায় প্রতিযোগিতার মানকে আরও উন্নত করেছে। উত্তরের দিশারীর এই আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের প্রতিভা বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার বার্তা দিয়েছে।