জলপাইগুড়ি শহরে চুরি ছিনতাইয়ের হিড়িক, এবার দুষ্কৃতীদের শিকার সাংবাদিকের ঘর

শনিবার সকালে এমন ঘটনার খবর ছড়িয়ে জলপাইগুড়ি শহর জুড়ে জনমানসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের নিউ টাউন পাড়ায় দীর্ঘ সময় ধরে বসবাস করছেন উত্তরবঙ্গের একটি বহুল প্রচারিত সংবাদ পত্রের সাংবাদিক প্রদীপ সরকার।

আসন্ন পুজোর ছুটিতে বাইরে যাবার জন্য ভোর রাতে বাড়ি ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়েছিলেন ট্রেনের অগ্রিম টিকিট কাটতে, সকাল আটটা নাগাদ স্টেশন থেকে বাড়ি ফিরেই দেখতে পান আলমারি ভাঙ্গা,জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে।

খবর পেয়েই যায় কোতোয়ালি থানার পুলিশ, যদিও বিকেল পর্যন্ত এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখেও হদিস পায়নি দুষ্কৃতীদের। এদিকে জলপাইগুড়ি শহরে দিনে দুপুরে ছিনতাই ,চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত শহরবাসী। শহর জুড়ে ড্রাগসের রমরমা ব্যবসা এর মূল কারণ বলেই নাগরিকদের অভিযোগ।