দিনহাটার সীমান্তবর্তী গিতালদহ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে গভীর রাতে গুলিবিদ্ধ হলেন এক শাশুড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক দুটো নাগাদ এই ঘটনা ঘটে।
আহত মহিলার নাম মর্জিনা বিবি। তাঁর বাড়ি ওকরাবাড়ি এলাকায়। তিনি সম্প্রতি মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে তিনি তাঁর মেয়ের শাশুড়ি তথা বিয়ানী রিনা বিবির সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। পরিবারের দাবি, হঠাৎ গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময় দেখা যায় টিনের বেড়া ফুটো করে একটি গুলি এসে মর্জিনা বিবির হাতে লাগে। তিনি টিনের বেড়ার পাশেই শুয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।
ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কী কারণে বা কোথা থেকে গুলি ছোঁড়া হল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের কেউই ঘটনার কারণ বুঝে উঠতে পারছেন না। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।
