মৃ*ত তরুণের নাম বিপুল রায় বয়স ২২। বাড়ি মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন কদম বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত্রে ওই তরুণ বাড়ির পাশে জাতীয় সড়কে বসে ছিল।
ওই সময় একটি গাড়ি সড়কের উপরে ওই তরুণকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাত্রে খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে তরুণকে উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই তরুণকে মৃত বলে ঘোষণা করে।
মঙ্গলবার তরুণের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় মেটেলি থানার পুলিশ। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন সকালে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় ছিল।
