গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ ফরাক্কার চন্ডিপুর এলাকা থেকে এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম রুবেল সেখ (২২), বাড়ি ফরাক্কার রানীপুর। গতকাল রাতে ফরাক্কার চন্ডিপুর এলাকায় অসৎ উদ্দেশ্যে ঘোড়াফেরা করছিলো এক যুবক।
গোপন সুত্রে সেই খবর পেয়ে ফরাক্কার থানার আইসি সুজিত পালের নেতৃত্ব ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিংঙ্ঘ পুলিশের একটি টিম নিয়ে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। তারপর তাকে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে।
পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেয়াস্ত্রটি বিহারের মুঙ্গের থেকে নিয়ে এসেছিল। ধৃতকে সোমবার সকালে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। কোথায় থেকে এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে আসছিলো তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
