ভারতে প্রিমিয়াম আইরিশ হুইস্কি লঞ্চ এবিডি-র

অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স (এবিডি)-এর লাক্সারি সাবসিডিয়ারি সংস্থা ‘এবিডি ম্যাস্টেরো’ আজ ভারতে তাদের নতুন প্রিমিয়াম ব্র্যান্ড ‘এওডিএইচ’ আইরিশ হুইস্কি লঞ্চ করার কথা ঘোষণা করেছে। সুপারস্টার রণবীর সিং এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং ক্রিয়েটিভ পার্টনার। ভারতের দ্রুত বর্ধনশীল হুইস্কি বাজারে বিশ্বমানের অভিজ্ঞতা আনতেই এই ব্র্যান্ডের আত্মপ্রকাশ।

আইরিশ ভাষায় ‘এওডিএইচ’ শব্দের অর্থ হল ‘অগ্নিশিখা’, যা উষ্ণতা এবং ভ্রাতৃত্বের প্রতীক। সিগনেচার ট্রিপল ডিস্টিলেশন প্রক্রিয়ায় তৈরি এই হুইস্কি অত্যন্ত স্বচ্ছ এবং উজ্জ্বল সোনালি রঙের। এক্স-বোরবন কাস্কে ম্যাজিক্যালি তৈরি এই পানীয়তে ভ্যানিলা ক্রিম, হালকা মধু এবং টফির সুবাস পাওয়া যায়। এর সিল্কি ও স্মুদ (মসৃণ) স্বাদ এক দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা দেয়। এবিডি ম্যাস্টেরো-এর ম্যানেজিং ডিরেক্টর বিক্রম বসু বলেন, “এওডিএইচ-এর খাঁটি আইরিশ স্বাদ, সমসাময়িক রুচির সঙ্গে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধন ঘটায়। সুপার-প্রিমিয়াম স্পিরিট পোর্টফোলিও তৈরির ক্ষেত্রে এটি আমাদের একটি কৌশলগত পদক্ষেপ।”

‘ড্রিঙ্কস আয়ারল্যান্ড’ (২০২৪) রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারত আইরিশ হুইস্কির পঞ্চম বৃহত্তম বাজারে পরিণত হয়েছে এবং এই বিভাগে রপ্তানি ৫৭% বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ভোক্তাদের প্রিমিয়াম এবং খাঁটি পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধির বিষয়টি মাথায় রেখেই এই নয়ুন হুইস্কি বাজারে আনা হয়েছে। প্রাথমিকভাবে হরিয়ানায় লঞ্চ করার পর দ্রুতই এটি মহারাষ্ট্রে পাওয়া যাবে। এর ৭৫০ মিলি বোতলের দাম রাখা হয়েছে ৩,৯৫০ টাকা। পরবর্তীতে গোয়া, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, দিল্লি এবং উত্তর ভারতের অন্যান্য প্রধান বাজারগুলোতেও এওডিএইচ আইরিশ হুইস্কি পাওয়া যাবে।