আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ ও হত্যার এক বছর পূর্ণ হতে চলেছে। সেই বিভীষিকাময় ঘটনার বর্ষপূর্তিতে, আগামী ৯ আগস্ট নির্যাতিতার মা-বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তাঁদের দাবি, রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতর এই ঘটনার দায় এড়াতে পারে না। এই অভিযানে সমাজের সমস্ত স্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এই লড়াই রাজনীতির ঊর্ধ্বে, এটি ন্যায়বিচারের লড়াই। তবে বিজেপির অভ্যন্তরে এই অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দলের একাংশের মতে, অভয়ার পরিবারের ‘অরাজনৈতিক’ অবস্থানকে সামনে রেখে শুভেন্দুর সক্রিয়তা তাঁকে দলেই কোণঠাসা করে তুলছে।
নবান্ন অভিযানের প্রাক্কালে অভয়ার মা বলেন, “আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল। তার কর্মস্থলেই সে নির্মমভাবে খুন হয়েছে। এই ঘটনার দায় রাজ্য সরকার এড়াতে পারে না। আমরা ন্যায়বিচার চাই, তাই ৯ আগস্ট পথে নামছি।” তিনি আরও বলেন, “১৪ আগস্ট ফের রাতদখলের ডাক দিচ্ছি। অন্যায় রুখতে মানুষকেই রাস্তায় নামতে হবে।”
শুভেন্দু অধিকারীও বলেন, “ডাক্তার বোনের মা-বাবার যে লড়াই, মেরুদণ্ড সোজা রেখে, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে যে কঠিন লড়াই করছেন, তা অন্য কেউ পারবেন বলে মনে হয় না আমার। তাঁদের এই লড়াইকে আমি প্রণাম জানাই।”
এই ঘটনার মাধ্যমে রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে, যেখানে ন্যায়বিচার ও রাজনৈতিক অবস্থান একে অপরকে চ্যালেঞ্জ করছে। বিরোধী দলনেতার অবস্থান দলীয় সমীকরণে নতুন প্রশ্ন তুলেছে, এবং অভয়ার পরিবারের ন্যায়বিচারের দাবিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে।
