অভিজিৎ দে ভৌমিক বললেন ‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’

0 min read

বাংলায় আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।আবাস যোজনার টাকা আটকে না রাখলে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না।বিজেপি দাবি করে তারা আবাস যোজনার টাকা দিয়েছে, ক্ষমতা থাকলে তারা কবে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে তারা শ্বেতপত্র প্রকাশ করুক।

আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন দুদিন আগে শীতলকুচিতে নির্বাচনী প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তারা বাংলায় আবাস যোজনা টাকা দিয়েছে।

গত পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপির এই প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মানুষকে আশ্বাস দিয়েছিল প্রত্যেকের মাথার উপর ছাদ হবে। কিন্তু আবাস যোজনার এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন তারা কবে টাকা দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক।

You May Also Like