কড়া নির্দেশ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারির

1 min read

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কিছুদিন আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং উদ্বোধন করেছেন এই লাইনের।

তবে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরুর একমাস হওয়ার আগেই দুর্ভাগ্যজনকভাবে স্টেশনের যত্রতত্র লাল হয়ে উঠছে গুটকা-পানের পিকে! নিত্য যাত্রীদের মধ্যে একাংশ প্রতিদিন যারা এই মেট্রো স্টেশন থেকে যাতায়াত করেন, তাদের পানের ও গুটকার পিক দূষিত করছে স্টেশন চত্বর। এই ঘটনায় এবার রীতিমতো ক্ষিপ্ত মেট্রো কর্তৃপক্ষ।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। কৌশিক মিত্রর কথায়, এই ধরনের ঘটনা যদি কেউ ঘটান তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও জেলও হতে পারে অভিযুক্তর।

You May Also Like