প্রাকৃতিক দুর্যোগের কবলে অভিষেকের কনভয়

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। অবশেষে গতকাল বিকেল গড়াতেই ঝাঁপিয়ে নামে বৃষ্টি।

মোকার আতঙ্ক পার হতেই সপ্তাহের শুরুর দিনে কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মেদিনীপুরে বইল প্রবল বেগে ঝড়। এই ঝড়ের তাণ্ডবের মধ্যে থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি।

এদিন বর্ধমানের ভাতারে ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ও কর্মসূচি। মুহূর্তের মধ্যে তীব্র বেগে ঝড়ের চোটে আটকে যায় অভিষেকের কনভয়। তীব্র বেগে ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে অভিষেকের কনভয়ের উপর। সঙ্গে সঙ্গে গাড়ি সরিয়ে নিয়ে যাওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। প্রাকৃতিক বিপর্যয়ে এদিনের মতো ব্যাহত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি।