রাজ্য সরকারের অবহেলার ফলে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন বিদ্যালয়ে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছিল। এই অনিয়মের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের স্বার্থে আজ মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) শিলিগুড়ি মহানগরের পক্ষ থেকে শিলিগুড়ি ডিআই অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
এদিন বাসু হাসপাতালের সামনে থেকে সংগঠনের সদস্যরা জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কর্মসূচির মাধ্যমে অবিলম্বে রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার দাবি জানানো হয়, যাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় বন্ধ করা যায়।
এবিভিপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তাদের এই আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে এবং ছাত্রসমাজের স্বার্থে সংগঠন সর্বদা সোচ্চার থাকবে।
