রাজ্য জুড়ে চলছে এসি লোকাল ট্রেন

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। ঢেলে সাজানো হচ্ছে কলকাতা মেট্রো। একগুচ্ছ নতুন রুটে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। তেমনই অন্যদিকে শিয়ালদহ শাখায় চালু হয়েছে শহরের প্রথম এসি লোকাল ট্রেনও।

কলকাতায় প্রথম মেট্রো চলাচল শুরু হয় সেই ১৯৮৪ সালে। বর্তমানে মেট্রোয় একাধিক পরিবর্তন এসেছে। পুরনো এসি রেক, আইসিএফ মেধা রেক এবং চিন থেকে আমদানি করা সিআরসি ডালিয়ান রেক। পুরনো এসি রেকে প্রায় ৩ হাজার ১০০ যাত্রী ধরে। নতুন আইসিএফ রেকে মোট যাত্রীধারণ ক্ষমতা প্রায় ৩ হাজার ৫০০। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে বিএমএল রেকে যাত্রী সংখ্যা প্রায় ২ হাজারের বেশি।

সেখানে ৯ থেকে ১২ কোচের ইএমইউ লোকাল ট্রেনে সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ মানুষ সফর করতে পারেন। মেট্রো চলে ৭৫০ ভোল্টের ডিসি কারেন্টে। অন্যদিকে লোকাল ট্রেন চলে ১১ হাজার ভোল্টের এসি কারেন্টে। সেই কারণে মেট্রো যেখানে সর্বোচ্চ ঘন্টায় ৮০-৯৫ কিমি গতিবেগ তুলতে পারে, সেখানে এসি লোকাল ট্রেনের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিমি।