অভিযুক্ত সিভিককে রিমান্ডে নিয়ে উদ্ধার চুরি যাওয়া চা-পাতা ও ব্যাবহৃত বাইক

গত ২৯শে আগস্ট চুরির অভিযোগ গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার ও তার আরোও এক সাকরেদ। ধৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম উত্তম বর্মন, অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী (বিটলা)। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ এনজেপি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই যে গাড়িগুলি রাস্তায় চলাচল করতো,সেই চলন্ত গাড়ি গুলি থেকে চা পাতার বস্তা নামিয়ে নেওয়া হত। শুধু চাপাতাই নয়, বিভিন্ন পথ চলতি গাড়ি থেকে এই দুজন সামগ্রি চুরি করতো বলে পুলিশ সুত্রে জানাগেছে।

অনেকদিন ধরে দেখা যাচ্ছিল গাড়িগুলি বাম্পার এর সামনে এসে ধীরে হলেই সেখান থেকে চা পাতার বস্তা নামিয়ে এই দুই দুস্কৃতি। সেখান থেকে বাইক করে  বস্তা গুলো অন্যত্র নিয়ে যাওয়া হত। এনজেপি থানায় এই চা পাতা চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গত শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

ধৃতদের তিনদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে অম্বিকানগর সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনির গার্ড পাড়ার একটি ঘর থেকে মেলে ৩২কিলো চাপাতা।উদ্ধার হয় চুরির কাজে ব্যাবহৃত বাইকটি। ধৃত দুজনকে ফের  জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।