সরকারের ঘোষণার পরেই শুরু ‘অ্যাকশন’

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। কাশ্মীর হামলার পরেই অবৈধ অনুপ্রবেশ নিয়ে আরো কড়া হয়ে উঠেছে সরকার। কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছিল।

এবার গুজরাট থেকে খোঁজ মিলল প্রায় হাজারেরও বেশি বাংলাদেশির। তাদের প্রত্যেকের কাছেই পশ্চিমবঙ্গের ভুয়ো পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ। মধ্যরাতে চিরুনি তল্লাশিতে আহমেদাবাদ এবং সুরাট থেকে পুলিশের জালে ধরা পড়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। ৮৯০ জনকে ধরা হয়েছে আহমেদাবাদ থেকে এবং ১৩৪ জন ধরা পড়েছে সুরাটে। এদের মধ্যে রয়েছে প্রচুর মহিলা এবং শিশু। তাদের উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যর্পণ করা হবে।