মুম্বইয়ে ট্রেন দুর্ঘটনার কবলে অভিনেত্রী কারিশমা শর্মা, হাসপাতালে ভর্তি

অভিনেত্রী কারিশমা শর্মা মুম্বইয়ে একটি ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে তিনি নিজেই এই খবর জানান এবং ভক্তদের কাছে দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা চেয়েছেন।

কারিশমা জানান, বুধবার চার্চগেটে শুটিংয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি শাড়ি পরে লোকাল ট্রেনে উঠেছিলেন। ট্রেন গতি বাড়ালে তিনি ভারসাম্য হারিয়ে লাফ দেন এবং পিঠ ও মাথায় গুরুতর আঘাত পান। তিনি লেখেন, “আমার মাথা ফুলে গেছে, পিঠে আঘাত লেগেছে এবং ডাক্তাররা এমআরআই করার পরামর্শ দিয়েছেন।” বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।

তার বন্ধু তিয়াশা পালও হাসপাতালের একটি ছবি শেয়ার করে ঘটনার ভয়াবহতা বর্ণনা করেন। তিনি বলেন, কারিশমা ট্রেন থেকে পড়ে যাওয়ার পর তার কিছুই মনে নেই। এরপর তারা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

কারিশমা শর্মা চলচ্চিত্র ও টেলিভিশনে বেশ পরিচিত মুখ। তিনি ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘উজদা চামান’ এবং ‘রাগিনী এমএমএস: রিটার্নস’-এর মতো কাজগুলোতে অভিনয় করেছেন। তার সুস্থতার জন্য ভক্ত ও সহকর্মীরা অনলাইনে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।