প্রেমে পড়েছেন অভিনেত্রী মিশমি দাস! মনের মানুষের কথা জানালেন নিজেই

লুকোচুরি বিন্দুমাত্র পছন্দ নয় তাঁর। অনেকবার সহ-অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিশমি দাসের। কয়েক মাস আগে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয়ের সময় রণজয় বিষ্ণুর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই এই জল্পনা আরও ঘনীভূত হয়। সব গুঞ্জন নস্যাৎ করে দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনে নতুন মানুষ আসলে তিনি নিশ্চয়ই জানাবেন। কথা রাখলেন মিশমি। ইনস্টাগ্রামের পাতায় বিশেষ বন্ধুর সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

সদ্য মুম্বই গিয়েছেন মিশমি। আপাতত সেখানেই কাজ করার ইচ্ছা তাঁর। মুম্বইয়েই কি মনের মানুষের হদিশ পেলেন মিশমি! প্রেমিকের নাম সুজন সেনগুপ্ত। কলকাতার ছেলে। কর্মসূত্রে তিনিও মুম্বই নিবাসী। সুজন অভিনেতা নন, গানের জগতের মানুষ। তবে ছবির জন্য গান তৈরি করেন এমন নয়। সংবাদমাধ্যমে মিশমি বললেন, “সঠিক মানুষ জীবনে এলে সবাইকে জানাব , কথা দিয়েছিলাম। এখানে আড়াল করার কিছু নেই। সুজনের সঙ্গে আলাপ হয়েছে মুম্বইয়েই। কিন্তু ওকে আমি চিনি অনেকদিন ধরে। পরিচয় ছিল না। আমার এক বন্ধুর বন্ধু। মুম্বই এসে আলাপ হল ওর সঙ্গে। সেখান থেকেই শুরু সব কিছু।”

অভিনেত্রী আরও বললেন, “খুব বেশি কিছু বলতে চাই না। তবে আমরা ভালো আছি।” আপাতত মুম্বাইতেই পাকাপাকি থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন, লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ নতুন প্রজন্মের গল্প শুরু হচ্ছে। সেখানেই তাঁকে নায়কের বোনের চরিত্রে দেখা যাবে।