জলপাইগুড়ি জেলার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শনে এলেন পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর হাতেগোনা কয়েকটি দিন বাকি। প্রশাসনের নিয়ম মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কিনা, নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। শনিবার ধূপগুড়ি শহরের একাধিক পুজো মন্ডপে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত।

এদিন  ধূপগুড়ি শহরের একাধিক বিগ বাজেটের পূজা মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ কর্তারা। পাশাপাশি বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যালোচনা করেন। সেইসাথে উৎসব চলাকালীন সুষ্ঠু যানবাহন চলাচল এবং যানজট যাতে না হয় সেবিষয়েও আলোচনা করা হয়।

এদিন জেলা পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ,ধূপগুড়ি মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা, ধূপগুড়ি থানার আইসি, দমকল আধিকারিক, পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান সহ অনেকে।এদিন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি  কিছু পূজা কমিটির হাতে সরকারি চেক তুলে দেওয়া হয়।